টাঙ্গাইলে সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি ( সোমবার) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার অডিটোরিয়ামে টাঙ্গাইল সম্মিলিত ক্রীড়া পরিষদ আয়োজিত মত বিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হক সানু।
এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত যুগ্ম সভাপতি আলী ইমাম তপন। সভায় ভার্চুয়ালি যুক্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৫ আসনের বিএনপির ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে বিজয়ী করার জন্য বক্তারা আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আব্দুর রহমান, আলী হায়দার বুলবুল, শহিদুল ইসলাম রঞ্জন, সাইফুল ইসলাম সাইফ ও রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সাবেক ক্রীড়াবিদ জহিরুল ইসলাম সম্রাট, বজলুর রহমান, মির্জা মাসুদুর রহমান খোকন, কৌশিক চন্দ্র টোকন, মেরিনা পারভীন মুক্তা, সৈয়দ বেল্লাল, ইষ্ট ইন্ড ক্লাবের মোস্তফা ও বাবুল খান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আম্পায়ার এসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহ আজিজ তালুকদার বাপ্পি ও নর্থ বিভাগীয় ক্রিকেট কোচ আরাফাত রহমান।