ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার "নুরজাহান আক্তার সাথীর" সাথে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে দুপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি ও এন টিভির সাংবাদিক, মোঃ হাফিজুর রহমান, "সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমার সংবাদের ধনবাড়ী উপজেলা প্রতিনিধি", সৈয়দ সাজন আহমেদ রাজু, সহসভাপতি সম্পাদক স্বাধীন বাংলা নিউজ টিভির এস এম আব্দুর রাজ্জাক, কার্যকরী সদস্য মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক আজকের বাংলা পত্রিকার উত্তর টাংগাইল প্রতিনিধি, মোঃ পলাশ ইসলাম, , দৈনিক মানবজমিন পত্রিকার ধনবাড়ী উপজেলা প্রতিনিধি,মোঃ হাবিবুর রহমান, এন টিভির ক্যামেরা পার্সন মোঃ সোহাগ হোসেন,( সাদ্দাম ) ,মোঃ আবুল হোসেন, মোঃ জাহিদ সরকার, সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার "নুরজাহান আক্তার সাথী বলেন", আপনারা সমাজের দর্পণ জাতির বিবেক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভূমিকা অপরিসীম, আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসী সঠিক সংবাদটি জানতে পারে এবং দেখতে পারে, সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘটে ।